রাজবাড়ীতে ইতালি ফেরত পিতা-পুত্রসহ ৬ প্রবাসীকে হোম কোয়ারেনটাইনের রেখেছে স্বাস্থ্য বিভাগ। সেই সাথে তাদের পরিবারের অন্য সদস্যদেরও বাড়ির বাইরে না যাওয়ার পরামর্র্শ দেওয়া হয়েছে।
রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ মোঃ নুরুল ইসলাম জানান, গত তিন দিনে ইতালি থেকে আসা রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার দুই জন, রাজবাড়ী সদর উপজেলার একজন ও কালুখালী উপজেলায় কোরিয়া থেকে আসা ৩ প্রবাসীসহ মোট ৬ জন প্রবাসীকে হোম কোয়ারেনটাইনে রাখা হয়েছে।
সার্বক্ষনিক স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা তাদের খোঁজ খবর রাখছেন। তবে কোয়ারেনটাইনে থাকা সবাই ভালো আছেন।
সিভিল সার্জন আরো জানান, রাজবাড়ীর পাঁচটি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ৫ টি করে বেড আইসোলেউশন করা হয়েছে। সেই সাথে রাজবাড়ীর যুব উন্নয়ন অধিদপ্তর ও কারিগরি প্রশিক্ষন কেন্দ্রকে কোয়ারেনটাইনের জন্য প্রস্তুুত করা হয়েছে। সবার সহযোগিতা ও স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ প্রদান করেন তিনি।