বাগেরহাটের ফকিরহাট উপজেলা প্রশাসনের আয়োজনে ১৭মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও মুজিববর্ষ এবং ২৬মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে উপজেলা অডিটরিয়ামে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ শাহানাজ পারভীনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন কুমার দাশ। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের জেলা নির্বাহী প্রকৌশলীবিশ্বজিৎ কুন্ডু, ফকিরহাট সহকারি কমিশনার (ভূমি) রহিমা সুলতানা বুশরা, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, কর্মকর্তা ইনচার্জ আবু সাঈদ মোঃ খায়রুল আনাম, উপজেলা প্রকৌশলী এমএমএ বকর, ইউপি চেয়ারম্যান শিরিনা আক্তার কিসলু, মোঃ রেজাউল করিম ফকির, কাজি মোঃ মহসিন, খান শামিম জামান পলাশ, মোঃ শহিদুল ইসলাম, মোঃ ইউনুস আলী শেখ,উপজেলা মৎস্য কর্মকর্তা অভিজিৎ শীল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেবাশীষ কুমার বিশ্বাস, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশিষ কুমার নন্দী, ডাঃ শাহরিয়ার শামিম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তন্ময় দত্ত, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আমজাদ হোসেন সরদার, মহিলা বিষয়ক কর্মকর্তা সুমিতাই ইয়াসমিন, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ফাহমিদা পারভীন বানু, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সৈয়দ আলতাফ হোসেন টিপু প্রমুখ।