বৃহস্পতিবার চোরাই মোবাইল সহ শৈলকূপার পল্লী থেকে মহিলা মেম্বারসহ ৬জনকে আটক করেছে পুলিশ। থানা সুত্রে জানা গেছে গত ৮ ই জানুয়ারী শৈলকূপা থানা মুক্তিযোদ্ধা মার্কটের ভাই ভাই টেলিকোম থেকে তালা ভেঙ্গে চোরেরা মোবাইল ফোনসহ কয়েক লক্ষ্য টাকায় মালামাল চুরি করে নিয়ে যায়। দোকানের মালিক নাজমুল হাসান চুরি হওয়া মাল উদ্ধারের জন্য শৈলকূপা থানায় অঙ্গতনামা ১৪ জনের নামে মামলা দায়ের করে। চুরিমাল উদ্ধারের জন্য পুলিশ বিভিন্নভাবে তদন্ত শুরু করে। তার জের ধরে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্প্রতিবার দিনব্যাপি অভিযান চালিয়ে শৈলকূপা উপজেলার বাখরবা গ্রামের মহিলা মেম্বার আফরোজার বাড়ি থেকে চুরি হওয়া ১২ টি মোবাইল ফোন উদ্ধার করে। এ সময় মোবাইল চুরির সাথে জড়িত থাকায় মাগুরা জেলার শালিকা উপজেলার জিতেন রায়ের ছেলে অমিত রায়,বাখরবা গ্রামের রাবিউল ইসলাম, রিপন, মহিলা মেম্বার আফরোজা তার সতিন মিম খাতুনসহ ৬ ব্যাক্তিকে মহিলা মেম্বার আফরোজার বাড়ি থেকেপুলিশআটক করে।উদ্ধার অভিযানে দায়িত্বে থাকা পুুলিশ কর্মকর্তা এস আই অমিত কুমার দাস ঘটনার সত্যতা শিকার করে বলেন এই চক্র দৃর্ঘ্যদিন ধরে চুরি ডাকাতি ও ছিনতাই কর্মকান্ডের সাথে জরিত।