‘আয় আয় সোনামনি টিকা নিয়ে যা’ এই স্লোগানকে সামনে রেখে আগামী ১৮ মার্চ থেকে ১১ এপ্রিল পর্যন্ত ৯ মাস থেকে ১০ বছরের কমবয়সী সকল শিশুদের হাম রুবেলা টিকা দেওয়ার ক্যাম্পেইন বিষয়ে শেরপুরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন আবুল কাসেম মোহাম্মদ আনওয়ারুর রউফ। এ সময় স্বাস্থ্য বিভাগের ডা. মোবারক হোসেন, ডা. মাসুদ রানা, ডা. আবদুল হালিম, শেরপুর প্রেস ক্লাব সভাপতি মো.শরিফুর রহমান, শেরপুর টাইমস সম্পাদক শাহরিয়ার মিল্টন, সিভিল সার্জন অফিসের কর্মকর্তারাসহ জেলার কর্মরত বিভিন্ন ইলেকট্র্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, জেলায় ৯ মাস থেকে ১০ বছর বয়সের ৩ লাখ ৭৩ হাজার ৮৪৫ জন শিশুকে স্থানীয় ৭টি সহ অস্থায়ী ১ হাজার ৩৩৩ টি কেন্দ্রসহ মোট ১ হাজার ৩৪০ টি কেন্দ্রের জন্য ১৭৪ জন স্বাস্থ্য সহকারী, ২১১ জন পরিবার পরিকল্পনা সহকারী ও ২২৬ জন প্রথমসারির সুপারভাইজারসহ মোট ৬১১ জন কর্মী এ হাম রুবেলার টিকা দেয়ার কাজে সম্পৃক্ত থাকবে। এ ছাড়া প্রতি উপজেলায় ৩ টি এবং প্রতি ইউনিয়নে ১ টি করে অতিরিক্ত কেন্দ্র থাকবে।