মোল্লাহাটে করোনা ভাইরাস প্রতিরোধে জননেতা শেখ হেলাল উদ্দীন এমপি’র পক্ষ থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠানে বিশ হাজার মাস্ক ও সাবান বিতরণ কর্যক্রম শুরু হয়েছে। এ উপলক্ষে গতকাল (বৃহস্পতিবার) শহীদ হেমায়েত উদ্দিন মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও গাড়ফা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ওই সকল উপকরণ ও লিফলেট বিতরণসহ সচেতনতা মূলক ব্রিফিং/পরামর্শ প্রদান করা হয়।
এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিনুল আলম ছানা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাফ্ফরা তাসনীন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বিপ্লব কান্তি বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মফিজুর রহমান ও প্রেসক্লাব মোল্লাহাটের প্রচার সম্পাদক শেখ শাহিনুর ইসলাম শাহিনসহ সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।