পাবনার চাটমোহর পৌরসভায় বয়স্ক,বিধবা ও প্রতিবন্ধী ভাতাভোগীদের উন্মুক্ত বাছাই করা হয়েছে। বুধবার দিনব্যাপী পৌরসভা চত্বরে এ বাছাই কার্যক্রমের আয়োজন করা হয়। সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা কার্যক্রমের আওতায় বিধবা,প্রতিবন্ধী ও বয়স্ক ভাতাভোগীদের বাছাই করা হয়। বাছাই কাজে অংশগ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান,সমাজসেবা অধিদপ্তর পাবনার উপ-পরিচালক মোঃ রাশেদুল কবির,পৌর মেয়র মির্জা রেজাউল করিম দুলাল,উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রেজাউল করিম প্রমূখ। সমাজসেবা কর্মকর্তা রেজাউল করিম জানান,পর্যায়ক্রমে উপজেলার ১১টি ইউনিয়নে উন্মুক্ত বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হবে।