ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিদ্যাকুট ইউনিয়নে সরকারি কর্মচারী কে তার কর্তব্য পালনে বাধা প্রদান ও বল প্রয়োগ করায় বিদ্যাকুট গ্রামের ফজলুল হকের ছেলে মোজাম্মেল হক সোহেল (৩২)কে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ বছরের কারাদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ০৬ মাসের কারাদণ্ড প্রদান করেন নবীনগর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মো. ইকবাল হোসেন।
জানাযায়, বৃহস্পতিবার সকালে বিদ্যাকুট ইউনিয়ন ভূমি অফিসের মালিকানাধীন পুকুর থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করেন মোজাম্মেল হক। এ সময় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোহাম্মদ জাবেদুল হক উপস্থিত হয়ে সরকারী জায়গা থেকে অবৈধভাবে মাটি কাটতে নিষেদ ও বাঁধা প্রদান করলে মোজাম্মে হক ওই ভূমি কর্মকর্তার উপর বল প্রয়োগ ও সরকারী কাজে দায়িত্ব পালনে বাঁধা দেন।
এই ঘটনায় নবীনগর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মো. ইকবাল হোসেন বৃহস্পতিবার ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মোজাম্মেল হক সোহেলকে ১ বছরের কারাদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন। পরে তাকে নবীনগর থানা পুলিশ জেল হাজতে প্রেরন করেন।