ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার পাতবিলা দাখিল মাদরাসার দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ড্রেস বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ৫নং শিমলা-রোকনপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব গোলাম রসুল। সাবেক এই ইউপি চেয়ারম্যান আলহাজ্ব গোলাম রসুলের সহযোগীতায় ২০ জন দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে এ স্কুল ড্রেস বিতরণ করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন, মাদরাসা ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আক্কাছ আলী, মাদরাসার সুপার মোঃ শহীদুজ্জামান ও সহকারী শিক্ষক আব্দু ওহাব প্রমুখ। একই অনুষ্ঠানে বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন নির্দেশিত সাংস্কৃতি, রচনা ও বিতর্ক প্রতিযোগীতার বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।