বাগেরহাটের চিতলমারীতে আধুনিক ব্যাংকিং সেবার প্রতিশ্রুতি নিয়ে ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট এর শাখা উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় চিতলমারী সদর বাজারের চাঁদনী রিভার টাওয়ারের দ্বিতীয় তলায় আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে এ এজেন্ট ব্যাংকের শাখা উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে বাগেরহাট ব্র্যাক ব্যাংকের শাখা ব্যবস্থাপক এস, এম, নুরুল আমিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেড অব এজেন্ট ব্যাংকিং নাজমুর রহিম, মোঃ নাজমুল হাসান, ব্র্যাক ব্যাংক কর্মকর্তা মোঃ আইনুর রহমান, মোঃ নুর হোসাইন। এ সময় অন্যন্যের মধ্যে উপস্থিত চিতলমারী ব্র্যাক ব্যাংক এজেন্ট দেব্রত মজুমদার, এজেন্ট কর্মকর্তা চঞ্চলা মন্ডল, মিলন বৈরাগী প্রমুখ।