খুলনা জেলার ডুমুরিয়া উপজেলায় আইনশৃঙ্খলার চরম অবনতি ঘটেই চলেছে। প্রায় প্রতিরাতেই কোন না কোন এলাকায় চুরির ঘটনা ঘটছে। কালে ভদ্রে ২/১ জন চোর ধরা পড়লেও বড় চুরির ঘটনায় কোন গ্রেফতার বা চোরাই পন্য উদ্ধার হচ্ছে না। এ ছাড়া উপজেলার অলিগলিতে গড়ে ওঠা চায়ের দোকানে কেরাম বোর্ড ও টেলিভিশনে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে জুয়ার জমজমাট আসর বসছে। জুয়ার আসরে অনেকেই আর্থিকভাবে নি:স্ব হচ্ছে।
খোঁজ নিয়ে জানা যায় গত ১ মাসে ডুমুরিয়া উপজেলার বেশ কয়েকটি বাজার, বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে বড় ধরনের চুরির ঘটনা ঘটেছে। এর মধ্যে উপজেলার গুরুত্বপূর্ন বাণিজ্যিক কেন্দ্র চুকনগরে ৭ মার্চ রাতে চারটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে প্রায় ১৫ লাখ টাকার পন্য চুরি হয়। এর আগে শাহপুর বাজারে দেয়াল ভেঙ্গে একটি সমিতির ঘরে চুরি করতে গিয়ে ধরা পড়ে এক ব্যক্তি। কিন্তু তার কোন সুরাহা হয়নি। রোববার রাতে মেছাঘোনা গ্রামের শেখ ওবায়দুর রহমানের বাড়ি থেকে তিনটি গরু চুরি করে নিয়ে যায়। মাস খানেক আগে গুটুদিয়া গ্রামের আইনজীবী সহকারী ( মোহরার) মৃণাল কান্তি বৈদ্যের ৬টি গরু চুরি হয়। এরপর দিনে দুপুর একই গ্রামের কাজী হাফিজুর রহমাসহ তিনটি বাড়িতে চুরির ঘটনা ঘটে। গত কয়েকদিন আগে গুটুদিয়া ইউনিয়ন পরিষদের পার্শে¦ ইজিবাইক চার্জিং পয়েন্ট থেকে ২৬টি ইজিবাইকের ব্যাটারী চুরি করে ট্রাকে করে নিয়ে যায়। পাশের একটি ফার্নিচার কারখানার সিসিটিভি ফুটেজ দেখে ট্রাকটি সনাক্ত করা হয়। ওই ট্রাকটি আটক করে পুলিশের জিম্মায় দেয়া হলেও অদ্যাবধি কোন চোর গ্রেফতার হয়নি। উপরন্তু ট্রাকের মালিক, চালককেও পুলিশ আটক করেনি।
এদিকে উপজেলার ১৪টি ইউনিয়নের অলিগলিতে চায়ের দোকানে কেরাম বোর্ড ও টেলিভিশনে জুয়ার আসর চালিয়ে যাওয়া হচ্ছে। এই জুয়ার আসরে অনেকেই তাদের জমি-জমা এমনকি মোটর সাইকেল, মোবাইল ফোন, স্বর্ণালঙ্কারসহ মূল্যবান পন্য সামগ্রী খুইয়েছেণ। গভীর রাত পর্যন্ত অবৈধ বিদ্যুৎ সংযোগ নিয়ে পরিচালনা করা এসব জুয়ার আসর থেকে পরিবারের সদস্যরা তাদের সন্তান, স্বামী, বাবাদের ডেকে বাড়ি নিয়ে যায় বলে জানা গেছে।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ( দক্ষিন) মো: আবুল কালাম আজাদ বলেন, প্রতিনিয়ত চুরির ঘটনা ঘটা আইন শৃঙ্খলার অবনতি। এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেয়া হবে। তাছাড়া চোরাই পন্য উদ্ধার ও চুরির সাথে যুক্তদের গ্রেফতারে পুলিশী তৎপরতা বাড়ানো হবে। দায়িত্বে অবহেলাকারীদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।
জেলা পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার ( পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মো: আনিচুর রহমান এ বিষয়ে বলেন, চুরি, ডাকাতি, জুয়া বন্ধ করতে পুলিশ বাহিনী তৎপর রয়েছে।