বিএনপি কভিড নিয়ে রাজনীতি করছে না বরং সরকারের ভূলট্রুটি ধরিয়ে দিচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুর ইসলাম আলমগীর। বৃহস্পতিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এমন মন্তব্য করেন তিনি।
করোনা ভাইরাস সর্ম্পকে বিএনপির মহাসচিব বলেন, এটা একটা মহামারী রূপ ধারণ করেছে। এর সঙ্গে রাজনীতির কোনও সর্ম্পক নেই। সেই রাজনীতি নেই বলেই কি সরকারের ভুলট্রুটি ধরিয়ে দিতে পারবো না? বলে প্রশ্ন রাখেন ফখরুল।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা দলীয় সংবাদ সম্মেলন করে বলেছিলাম স্কুল-কলেজ -বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিতে। কন্তিু দূর্ভাগ্যজনকভাবে সরকার এ বিষয়ে কোন সিদ্ধান্ত নিতে পারেনি।
তিনি আভেযোগ করে আরও বলেন, সরকার এখনও কভিড প্রতিরোধে যথেষ্ঠ ব্যবস্থা নিতে পারেনি। মুজিবর্ষ উদযাপনের প্রস্তুতির কারণেই কভিড মোকাবেলায় সরকারের প্রস্তুতি অপ্রতুল।
বিএনপি দায়িত্বের অংশ হিসেবেই করোনা ভাইরাস মোকাবেলায় লিফলেট বিতরণ করছে বলে জানান দলটির মহাসচিব।
এসময় তিনি বলেন, সারাদেশই বিএপির পক্ষ থেকে লিফলেট বিতরণ করা হচ্ছে। এবং সারাদেশের সব শাখাগুলোকে বলে দিয়েছি তারা সজাগ থাকবে। এছাড়া আক্রান্ত মানুষদের পাশে দাঁড়াতে।
করোনা ভাইরাস নিয়ে সামগ্রিক পরিস্থিতির সমালোচনা করে ফখরুল বলেন, বিমানবন্দরে স্ক্রিনিংয়ের ব্যবস্থা এত অর্পযাপ্ত যে, চীনা রাষ্ট্রদূতকে পর্যন্ত বলতে হয়েছে এখানে স্ক্রিনিংয়ের পর্যযাপ্ত ব্যবস্থা নেই। এছাড়া চিকিৎসাকেন্দ্রগুলোতেও তেমন কোন সুযোগ-সুবিধা সৃষ্টি করা হয়নি।
এছাড়া মুজিববর্ষ পালনের জন্য সরকার কেভিড মাকাবেলায় দেরি করে নজর দিয়েছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, যেহেতু এই সরকার জোর করে ক্ষমতায় এসেছে তাই জনগনের কাছে তাদের কোনো জবাবদিহিতা নেই। এবং জবাবদিহিতা নেই বলেই স্বাস্থ্যসেবা, শিক্ষাব্যবস্থা নিয়ে এখনো তারা জনগনের পাশে দাড়াঁতে পারছে না।
পরে দলটির মহাসচিব মির্জা ফখরুর ইসলাম আলমগীর নেতাকর্মীদের নিয়ে কভিড প্রতিরোধে সচেতনতা তৈরেতে পল্টনের বিভিন্ন এলাকার মানুষের মধ্যে লিফলেট বিতরণ করেন।