খুলনা জেলার কয়রা উপজেলায় আধুনিক উন্নত জাতের গমের চাষ করা হয়েছে। খরচ কম ও স্বল্প পরিশ্রমে ভাল ফলন পাওয়া ও দাম পাওয়া যায় বলে স্থানীয় কৃষকরা এ গম চাষে ঝুকি পড়েছে।
কয়রার কৃষকদের সাথে কথা বলে জানা গেছে,এই জন পদের অধিকাংশ জমি আমন ধান কাটার পরে খালি পড়ে থাকে। সেখানে মাত্র ১টি মাত্র সেচ প্রয়োগ করে গমের ফসল ফলানো সম্ভব। ২নং কয়রা গ্রামের কৃষক মোঃ শফি শেখ বলেন, এলাকার জমিতে আমন ধান কাটার পর খালি পড়ে থাকতো। কিন্তু এ বছর কৃষি গবেষণার সহযোগিতায় আমি ৫ বিঘা জমিতে গম চাষ করে ভাল ফলন পাবো বলে আশা করছি। ধানের চেয়ে গম আবাদ লাভজনক হওয়ায় এ কাজে ঝুকি পড়েছি। বিঘা প্রতি ৬ থেকে ৭ হাজার টাকা খরচ করে ১৩ থেকে ১৫ হাজার টাকা আয় করা সম্ভব হবে বলে তিনি জানায়। অপর এক কৃষক জিয়াদ আলী বলেন এলাকায় ইদুর গমের অনেক ক্ষতি করে। তবে কৃষি গবেষণার সহযোগিতায় সেটা দমন করতে পেরেছি।
এমএলটি সাইট কয়রার বৈজ্ঞানিক সহকারী মোঃ জাহিদ হাসান বলেন কয়রায় লবনাক্ত এলাকার মধ্যে গমের ৪টি জাত নিয়ে গবেষণা করা হচ্ছে। এর ভিতরে বারি গম-২৫ ও বারি গম-৩৩ এর ফলন ভাল হয়েছে বলে মনে হচ্ছে। সরেজমিন গবেষণা বিভাগ খুলনার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ হারুনর রশিদ বলেন, কয়রার অনেক জমি অনাবাদি পড়ে থাকে। যে সমস্ত জমি ডিসেম্বরের শেষ সপ্তাহ পর্যন্ত চাষের উপযুক্ত হয় এবং ১ থেকে ২টি সেচের ব্যবস্থা থাকলে অনেক জমিতে গমের আবাদ বাড়ানো সম্ভব। সরেজমিন গবেষণা বিভাগ কয়রা কৃষকদের উন্নতি কল্পে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করে তাদের ঘুরে দাড়ানোর চেষ্টা অব্যাহত রাখা হয়েছে। কয়রায় ব্লাস্ট প্রতিরোধী জাত বারি গম-৩৩ দেওয়া হয়েছে। সেইটাই কৃষকরা চাষাবাদ করেছে। তিনি আরও বলেন, এ বছর সারের দাম অন্য বছরের চেয়ে কম দামে কিনতে পারছে কৃষকরা। তা ছাড়া সুষম সার প্রয়োজন মত সেচ দিতে পারলে এবং গমের দাম বেশি হওয়ায় এ অঞ্চলের কৃষকরা গম চাষে আগ্রহী হয়ে উঠছে বলে তিনি আশাবাদী।