বাগেরহাটের চিতলমারীতে করোনা ভাইরাস প্রতিরোধে হাসপাতালে সতর্কতামূলক প্রস্তুতি নেয়া হয়েছে।এবং আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত করা হয়েছে। এউপলক্ষ্যে বুধবার সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে একজরুরী সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মারুফুল আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মামুন হাসান,উপজেলা আওমীলী লীগ সভাপতি বাবুল হোসেন খান, অধ্যক্ষ বাবুল মিয়া, ্পজেলা মৎস্য কর্মকর্তা মো: জিল্লুর রহমান রিগান,শিক্ষা কর্মকর্তা মো: আমিনুল ইসলাম, যুবউন্নয়ন কর্মকর্তা মো: সোহরাব হোসেন,চিতলমারী উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম সাফা প্রমুখ।
সভায় উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা জানান দেশে করোনাভাইরাসে আক্রন্ত হওয়ার খবর প্রকাশের পরপরই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের সতর্কতামূলক প্রস্তুতি নেয়া হয়েছে। এবং আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত করে রাখা হয়েছে। এবং করোনা ভাইরাস মোকাবেলার জন্য সর্বসাধারণকে পরিস্কার পচ্ছিন্ন,বিদেশ ফেরতদের থেকে নিরাপদ দুরুত্বে থাকা,ও তাদেরকে যাচাই করা, যাতায়তে সর্তকতা,ও সন্দেহ হলে আতঙ্কিত না হয়ে স্বেচ্ছায় পরীক্ষার জন্য হাসপাতালে যাওয়ার জন্য পরমর্শ দেওয়া হয়েছে। আতঙ্কিত নাহয়ে সচেতন থেকে প্রেিরাধের পন্থাগুলো অবলন্বন করতে সকলকে অনুরোধ করা হয়েছে জরুরী নান্বারগুলোতে যোগাযোগ করতে বলা হয়েছে।