জয়পুরহাট সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী তাজনুবা নাভিলা নীড় (১৫) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মঙ্গলবার রাতে তার শয়ন কক্ষ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। তাজনুবা নাভিলা নীড় পৌর এলাকায় আরাফাত নগরে ভাড়াটিয়া আবদুস সামাদের মেয়ে। এরপর তাজনুবা’র মৃত্যুর খবর পেয়ে প্রেমিক ইমরান হোসেন নিজ বাড়িতে আত্মহত্য করতে চাইলে তার বাবা মঙ্গলবার রাতেই (মাদকসেবী হওয়ায়) তাকে শহরের ট্রাক টার্মিনাল চত্ত্বরে চেতনা মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে চিকিৎসার জন্য ভর্তি করে দেন। বুধবার সকাল ১০টায় ওই মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে থেকে পুলিশ কলেজছাত্র ইমরানের ঝুলন্ত লাশ উদ্ধার করে। ইমরান হোসেন (১৭) জয়পুরহাট পৌর এলাকার বামনপুর মহল্লার ফরিদুল ইসলামের ছেলে। সে শহীদ জিয়া কলেজের একাদশ শ্রেণীর ছাত্র। ইমরানের হাতে স্কুলছাত্রী নাভিলার নাম লেখা ছিলো। জয়পুরহাট সদর থানার কর্মকর্তা ইনচার্জ শাহরিয়ার খান জানান, দু’টি আত্মহত্যার মুটিভ দেখে ধারনা করা যাচ্ছে প্রেম ঘটিত কারণে দুজনেই আত্মহত্যা করেছে। পুলিশ পৃথক স্থান থেকে মরদেহ দুটি উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর আসল রহস্য জানা যাবে বলে জানায় পুলিশ।