সারাদেশে ১৮ মার্চ থেকে ১১ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিতব্য হাম-রুবেলা টিকাদান কর্মসুচিকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ মার্চ) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম। আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. আলী আহাদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রুহুল আমিন তালুকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান জুয়েল আকন্দ, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. আবদুল বারেক, উপজেলা শিক্ষা কর্মকর্তা জিয়াউল হক প্রমূখ। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক প্রতিনিধি, এনজিও প্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।