বাগেরহাটের ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নভেল করোনার দুই শয্যার আইসোলেশন ইউনিট প্রস্তুত রাখা হয়েছে। ফকিরহাট স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, করোনা ভাইরাস শনাক্ত ও আক্রান্তদের চিকিৎসায় আইসোলেশন ইউনিট চালু করা হয়েছে। যদিও ফকিরহাটে এখনও করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার তথ্য মেলেনি। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অসিম কুমার সমাদ্দার জানান, সর্দি-কাশি জর হলেই বিলম্ব না করে চিকিৎসকের নিকট আসার পরামর্শ দেন। এ ছাড়া বিশেষ প্রয়োজন ব্যতিত বিদেশ ভ্রমন বন্দ এবং আপাতত বিদেশ থেকে আসা নাগরিকদের সংস্পর্শে না যাওয়ার পরামর্শ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ শাহানাজ পারভীন। পাশাপাশি পরিস্কার পরিচ্চন্ন থাকার পরামর্শ প্রদান করেন তিনি।