মোল্লাহাটে শিশু পাচার প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে প্রচারণা কার্যক্রমের আওতায় এ,এস,এস,এম, (সিংগাতী) মাধ্যমিক বিদ্যালয়ে সভা হয়েছে। বেসরকারী প্রতিষ্ঠান ইনসিডিন বাংলাদেশ’র আয়োজনে বুধবার বিকাল-৩টায় এ প্রচারণা কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা আকতারের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোছাঃ কামরুন্নেছা, বিশেষ অতিথি ছিলেন ইনসিডিন বাংলাদেশর কো-অর্ডিনেটর মোঃ রফিকুল ইসলাম ও প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান। এ ছাড়া বক্তব্যদেন ও উপস্থিত ছিলেন স্থানীয় মুরব্বি মোঃ কাওসার চৌধূরী, সাংবাদিক শেখ শাহিনুর ইসলাম শাহিন, এস,এম, মিজানুর রহমান, ইনসিডিন বাংলাদেশের শাখা ব্যাবস্থাপক মোঃ ইকরাম হোসেন ও সৈয়দ মারুফুল ইসলামসহ সকল শিক্ষক/শিক্ষার্থী প্রমূখ।
অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক শিকদার হাফিজুর রহমান।