সহকর্মীদের সাথে পিকনিক ভ্রমনে রাজশাহী যাচ্ছিল কবির হোসেন (৩৫)। কিন্তু নিয়তির বিধি, পথিমধ্যেই চলন্ত গাড়ীতে ষ্টোকে মৃত্যুবরন করতে হয় তাকে। হৃদয় বিদারক এ ঘটনাটি ঘটেছে বুধবার ভোরে রাজশাহী শহরের ১৫/২০ মাইল আগের কোন এক স্থানে। ঝিনাইদহের কালীগঞ্জ মোবারকগঞ্জ চিনিকলের পরিবহন সেক্টরের মৌসুমী শ্রমিক কবির হোসেন উপজেলার বাবরা গ্রামের মৃত আবুল কালামের পুত্র।
পিকনিকে যাওয়া নিহত কবিরের সহকর্মীরা জানায়, মঙ্গলবার রাত ২ টার দিকে মোচিকের গ্যারেজ সেক্টরের শ্রমিকদের পিকনিকের গাড়িটি কালীগঞ্জ থেকে রাজশাহীর উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে রাত ৩ টার দিকে তারা মাঝপথে বিরতি দেয়। সেখানে গাড়ীতে থাকা তাদের অনেকেই নিচে নামলেও কবির নামেনি। তাদের ধারনা ছিল কবির হয়ত ঘুমাচ্ছে। ভোরের আযানের পর রাজশাহী শহরের প্রায় ১৫/২০ কিঃ মিঃ আগে নামাজের জন্য গাড়ীটি আবারো বিরতি দেয়। এ সময় কবিরকে ডাকলে সে কোন সাড়া না দেওয়ায় তার গায়ে হাত দেওয়া মাত্রই অচেতন অবস্থায় শরির নেতিয়ে পড়ে। তার এ অবস্থা দেখে সহকর্মীরা পিকনিকের গাড়ীটি দ্রুত রাজশাহী মেডিকেলে নিয়ে যায়। সেখানে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে দেখে মৃত ঘোষনা করেন।
নিহত কবিরের সহকর্মীদের ধারনা চলন্ত গাড়ীর মধ্যেই রাতে কোন এক সময়ে ষ্টোকে আক্রান্ত হয়ে তার মৃত্যু ঘটতে পারে। পরে সকালে একটি এ্যম্বুলেন্সে করে নিহত কবিরের লাশ কালীগঞ্জে তার গ্রামের বাড়ীতে আনা হয়।
এ বিষয়ে মোবারকগঞ্চ চিনিকলের ব্যাবস্থাপনা পরিচালক আনোয়ার কবির জানান, মিল মাড়াই বন্ধ হবার পর তার প্রতিষ্টানের গ্যারেজ শ্রমিকের পিকনিকে রাজশাহী যাচ্ছিল। ওই গাড়ীতেই ষ্টোকে আক্রান্ত হয়ে কবির মারা গেছেন বলে তিনি যোগ করেন।