শেরপুরের ঝিনাইগাতীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের
জন্মশতবার্ষিকী, জাতীয় শিশু দিবস, স্বাধীনতা ও জাতীয় দিবস পালন উপলক্ষে
প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ মার্চ) সকালে উপজেলা পরিষদের
সভাকক্ষে আয়োজিত এসব সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.
রুবেল মাহমুদ।
এ সময় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম, ভাইস চেয়ারম্যান
মোফাজ্জল হোসেন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম
আমিরুজ্জামান লেবু, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু তাহের, সদর ইউপি
চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চান, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক একেএম
ছামেদুল হক প্রমুখ।
সভায় সরকারি, বে-সরকারি দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, এনজিও,
স্কুল-কলেজ এবং বিভিন্ন সামাজিক সংগঠনের শতাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।