করোনা ভাইরাস প্রতিরোধের লক্ষে কালীগঞ্জে জনসচেতনতামুলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে কালীগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভাতে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-৪ কালীগঞ্জ আসনের এম পি আনোয়ারুল আজিম আনার।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শামিমা শিরিনের সভাপতিত্বে সভাতে বিশেষ অতিথি ছিলেন, কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু, উপজেলা নির্বাহী কর্মকর্তা সূবর্ণা রানী সাহা ও কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ।
সভার শুরুতেই উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রনালয়ের নির্দ্দেশনা মোতাবেক তার করনীয় বিষয়ের উপর আলোকপাত করেন। এছাড়াও তিনি সচেতনতামুলক দিক নির্দ্দেশনা প্রদান করেন।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্েরর ডাঃ সুলতান আহমেদের সঞ্চালনায় এ সভাতে আরো উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা মহিলা ভাইচ চেয়ারম্যান শাহানাজ পারভীন, থানার অফিসার্স ইনচার্জ মুহাঃ মাহফুজুর রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা তরুন কুমার, হাসপাতাল স্বাস্থ্য কমিটির সদস্য ও কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন, ইউ পি চেয়ারম্যান মোদাচ্ছের হোসেন, ইলিয়াস রহমান মিঠু ও উপজেলা পরিষদের অন্নান্য দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্টান, ব্যাংক, এনজিও সামাজিক প্রতিষ্টানের প্রধান ও গনমাধ্যমকর্মী সহ সুধীজন।