সিরাজগঞ্জের রায়গঞ্জে সিরাজগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতি ভূইয়াগাঁতী জোনাল অফিস-১ এর বিরুদ্ধে বেআইনিভাবে গাছ কাঁটার অভিযোগ পাওয়া গেছে। বুধবার বেলা ১১টায় রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেন সিরাজগঞ্জ পাটচাষী সমিতির সভাপতি ভিপি ফেরদৌস সরকার শামীম। অভিযোগ সূত্রে জানা যায়, ৪০ বছর যাবৎ শামীমের জমির পাশ দিয়ে পল্লীবিদ্যুৎ এর লাইন চান্দাইকোনা হতে সিমলা উত্তরপাড়ার দিকে চলে গেছে। বিগত ২০ বছর যাবৎ জমির পাশে বিদ্যুৎ এর তার হতে ১৪/১৫ ফুট দূরে একটি দৃষ্টিনন্দন শিমুল গাছ ছিল। যা পরিবেশের ভারসাম্য রক্ষা করে ফুল ও তুলা দিয়ে আসছে। প্রতিবছর ঝড়বৃষ্টি মৌসুমের আগে পল্লীবিদ্যুৎ সমিতি ডালপালা ছেঁটে দিত। কিন্তু দুঃখের বিষয় আকষ্মিকভাবে গত মঙ্গলবার বেলা ২টার দিকে গাছটি সম্পূর্ণ কেটে ফেলে। যার ফলে পরিবেশের, রাষ্ট্রের ও আমার অপূরণীয় ক্ষতি সাধিত হয়েছে। বিষয়টি দ্রুত তদন্তপূর্বক সংশ্লিষ্ট বিভাগের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের আবেদন জানিয়েছেন অভিযোগকারি।