সিরাজগঞ্জে রায়গঞ্জের চান্দাইকোনায় স্বামীকে ফুসলিয়ে ৪ শতক জমির উপর নির্মিত কোটি টাকার দ্বিতল ভবন রেজিস্ট্রি দলিল করে নিয়ে স্ত্রী কর্তৃক স্বামীকে শারীরিক, মানসিক নির্যাতন ও মিথ্যা মামলায় জড়িয়ে বাড়ি ছাড়া করার অভিযোগ পাওয়া গেছে। চান্দাইকোনা গ্রামের হাজী ছানোয়ার হোসেন(৭০) গত মঙ্গলবার সন্ধ্যায় রায়গঞ্জ প্রেসক্লাবে উপস্থিত হয়ে গণমাধ্যমর্কর্মীদের নিকট অভিযোগ করে বলেন, তিনি আনুমানিক ৪৮ বছর পূর্বে চান্দাইকোনা গ্রামের আজিজুর রহমানের প্রথম কন্যাকে বিয়ে করেন। ৫ সন্তান জন্মদানের পর ১ম স্ত্রী মৃত্যুবরণ করায় তাঁর আপন শ্যালিকা বিউটী পারভীন ওরফে ছকিনা খাতুন(৪০)কে দ্বিতীয় বিয়ে করেন। স্ত্রীর বায়নায় তাঁর স্থায়ী নিবাস চান্দাইকোনা ইউনিয়নের বাঐখোলা গ্রাম থেকে চান্দাইকোনায় ৪শতক ভূমির উপর পাকা বসতবাড়ি নির্মাণ করেন। ২ সন্তানের জননী সখিনা স্বামীকে ফুসলিয়ে কোটি টাকা মূল্যের ঐ ভবন নিজনামে দানপত্র দলিল করে নেয়। বাকরুদ্ধ ছানোয়ার বলেন, ভবন রেজিস্ট্রি করে নেয়ার পর তাঁর স্ত্রী সখিনা খাতুন রুদ্রমূর্তি ধারণ করে। কারণে অকারণে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতে থাকে। সামনে আসে তাঁর একাধিক পুরুষের সাথে পরকীয়ার ন্যাক্কারজনক দৃশ্য। এতেও ক্ষ্যান্ত না হয়ে স্ত্রী ছকিনা স্বামী ছানোয়ার হোসেন সহ প্রথম পক্ষের পুত্র-কন্যাদের বিরুদ্ধে বাসভবনে ঢুকে আসবাবপত্র ভাংচুর, হত্যার হুমকীর অভিযোগে রায়গঞ্জ থানায় গত ২৯/১১/২০১৯ তারিখে ১৩৪৭ নম্বর সাধারণ ডায়েরী দায়ের করে। এছাড়াও একই অভিযোগে ৯৯৯ এ ফোন দিয়ে মিথ্যা অভিযোগ করে অযথা হয়রানি করে পুলিশ প্রশাসনসহ স্বামী ছানোয়ারকে। বিষয়টি স্থানীয়ভাবে মিমাংসার জন্য চান্দাইকোনা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবদুল হান্নান খান ও উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাড. লুৎফর রহমান একাধিকবার শালিস বৈঠক করে ব্যর্থ হন। রায়গঞ্জ থানার এএসআই মাসুদ রানা রায়গঞ্জ থানা কর্মকর্তা ইনচার্জের নির্দেশনায় এবং আদালতের অধর্তব্য অপরাধ তদন্তের অনুমতি সাপেক্ষে সাধারণ ডায়েরীটি তদন্ত করেন। তদন্ত রিপোর্টে সাধারণ ডায়েরী অভিযোগের সপক্ষে স্থানীয় সাক্ষ্যপ্রমাণে কোন সত্যতা পাওয়া যায় নাই মর্মে তদন্ত কর্মকর্তা এএসআই মাসুদ রানা কোর্ট পুলিশ পরিদর্শক সদর, সিরাজগঞ্জ এর মাধ্যমে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত ৪/৫ বরাবরে প্রেরণ করেন।