পিরোজপুরের ভান্ডারিয়ায় কনসার্নড ইউমেন ফর ফ্যামিলি ডেভেলপমেন্ট (সিডব্লিউএফডি) এর উদ্দ্যোগে উপজেলা পর্যায়ে কর্মকর্তা ও নেতৃবৃন্দের সমম্বয়ে এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার নামজুল আলম এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন পিরোজপুর সি ডব্লিউ এফ ডি এর টিমলিডার মোঃ সাইদুর রহমান, প্রোগ্রাম অফিসার মনিটরিং মোঃ জাহিদুল ইসলাম। সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো. এইচ এম জহিরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, সাবেক সদর ইউপি চেয়ারম্যান গোলাম সরওয়ার জমাদ্দার, উপ পুলিশ পরিদর্শক মোঃ শামসুল আলম উপস্থিত ছিলেন।