শ্রীমঙ্গলে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা আজ বুধবার সকাল ১১ টায় উপজেলা পরিষদের কনফারেন্স হলে অনু্ষ্ঠিত হয়।
পুষ্টি সমন্বয় সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও শ্রীমঙ্গলের সহকারি কমিশনার (ভূমি) মাহমুদুর রহমান মামুন।
সভায় উপস্হিত ছিলেন মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. তৌহিদ আহমদ, ইনস্টিটিউট অব পাবলিক হেলথ নিউট্রিশনের উপ-পরিচালক ডা. বিভাষ চন্দ্র মানী, বাংলাদেশ ন্যাশনাল নিউট্রিশন কাউন্সিলের উপ-পরিচালক ডা. নাজমুস সালেহীন, জাতীয় পুষ্টি পরিষদের কনসালটেন্ট নিজাম উদ্দিন বিশ্বাস, সুচনা কর্মসূচীর পুষ্টি বিষয়ক উপদেষ্টা মো. রাইসুল হক প্রমুখ।
আরো উপস্হিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাজ্জাদ হোসেন চৌধুরী, সুচনা প্রজেক্টের মৌলভীবাজার জেলা টেকনিক্যাল ম্যানেজার ফাতেমা কানিজ , প্রোগ্রাম কো-অর্ডিনেটর কাজী আলম, , সিএনআরএস'র প্রজেক্ট কো-অর্ডিনেটর আনিসুর রহমান টিটু, সুচনা কর্মসুচি'র শ্রীমঙ্গল উপজেলা নিউট্রিশন অফিসার মুমতাহিনা, উপজেলা কো-অর্ডিনেটর মো. মোস্তফা হায়দার মিলন, ইউনিয়ন কো-অর্ডিনেটর শ্যামল কান্তি বৈদ্য প্রমুখ।
পুষ্টি সমন্বয় সভায় গত সভার কার্য বিবরনী পর্যালোচনা, জয়েন মনিটরিং ভিজিটের অগ্রগতি, উপজেলা পর্যায়ে পুষ্টি কর্মকাণ্ড বাস্তবায়নে সুচনার ভুমিকা, ইউনিয়ন পর্যায়ে সমন্বিত বাৎসরিক পুষ্টি পরিকল্পনা পর্যালোচনা ও উপজেলা পর্যায়ে সমন্বিত বাৎসরিক পুষ্টি কর্ম পরিকল্পনা তৈরী করা হয়। পরে পুষ্টি কমিটি মুক্ত আলোচনায় অংশ নেন।