রাজশাহীর তানোরে ১মাদক সেবীকে গ্রেপ্তার করেছে তানোর থানা পুলিশ। এ ঘটনায় তানোর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতকে (আজ) বুধবার জেল হাজতে প্রেরন করা হয়েছে। গ্রেপ্তারকৃতের নাম নাসিম উদ্দিন (৩৫) তিনি তানোর পৌর এলাকার মাসিন্দা গ্রামের মৃত নাদের উদ্দিনের পুত্র। গত মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে তানোর থানার এসআই হামিদুর ইসলাম সংগীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মাদক সেবনের সময় মাসিন্দা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করেন। তানোর থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান চলছে, গ্রেপ্তারকৃতকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।