জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী “মুজিববর্ষ” উপলক্ষে লক্ষ্মীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের উদ্যোগে নির্মিত গেইট উদ্বোধন করা হয়েছে। বুধবার (১১ মার্চ) দুপুরে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে এর উদ্বোধন করেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল। পরে তিনি আঞ্চলিক পাসপোর্ট অফিস পরিদর্শন করে বিভিন্ন খোঁজ খবর নেন। এ সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-সহকারী পরিচালক মো. জাহাঙ্গীর আলম, পাসপোর্ট অফিসের অফিস সহকারী মো. শাহীন আলম, হেদায়েত উল্যাহ, সহকারী হিসাব রক্ষক জয়নাল আবেদীন, রেকর্ড কীপার আফতাব উদ্দিন’সহ অন্যান্য কর্মকর্তারা।