গোপালগঞ্জ জেলার কাশিয়ানীতে ৯০০ পিচ ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১ টায় উপজেলা তিলছড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। বুধবার তাকে আদালতে পাঠানো হয়েছে।
জানাগেছে, কাশিয়ানী উপজেলার তিলছড়া গ্রামের ধলা মোল্যার ছেলে হৃদয় হোসেন জাম্বু মোল্যা দীর্ঘদিন যাবত ইয়াবা বিক্রি করে আসছিলো। গোপন সংবাদদের ভিত্তিতে কাশিয়ানী থানার এসএই গণেশ বিশ্বাস, এএসআই অনিক রহমান নেতেৃত্বে একদল পুলিশ তাকে চারদিক থেকে ঘিরে ফেলে। পুলিশের উপস্থিতি পালানো চেষ্টা করে জাম্বু। পুলিশ তার পিছু নিয়ে তাকে আটক করে এবং তার কাছ থেকে ৯০০ পিচ ইয়াবা উদ্ধার করে। তার বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়ের করেছে পুলিশ। কাশিয়ানী থানার কর্মকর্তা ইনচার্জ আজিজুর রহমান বলেছেন আটককৃত মাদক ব্যবসায়ির বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু হয়েছে।