নীলফামারীর সৈয়দপুরে পুলিশের সাথে বহিরাগত যোগ হয়ে মাদক মামলায় জড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। জানা যায়, গত ১৫ ফেব্রুয়ারি গোলাহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ রেজওয়ান, এএস আই রেজাউল, বহিরাগত এসএম শহীদুল্লাহ ওরফে আবু সাইদ ও শাহাজাদা ছোটসহ আরও অপরিচিত ২ জন মিলে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আবদুস সামাদের হাতিখানার বাসায় যায়। এ সময় তাদের সবার মুখমন্ডল কালো কাপড়ে ঢাকা ছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়। অভিযোগকারীর কাছ থেকে জানা যায়, সেখানে গিয়ে তারা বাসার মালিককে মাদক মামলায় ফ্যাসানোর ভয়ভীতি দেখিয়ে প্রথমে ১ লাখ টাকা দাবি করে বসে। পরে ভয়ভীতি দেখিয়ে বাসার মালিকের কাছ থেকে ৫০ হাজার টাকা নিয়ে সটকে পড়ে। তবে সটকে পড়ার পূর্বে তারা বাসার মালিকের কাছে ২টি সাদা কাগজে সই নেয় এবং বিষয়টি নিয়ে যেন বাড়াবাড়ি না হয় এমন শাসিয়ে যায়। পরে বাসার সিসি ক্যামরায় বন্দি তাদের ফুটেজ নিয়ে বাসার মালিক আনোয়ারুল ইসলাম গত ২০২০ সালের ২২ ফেব্রুয়ারি নীলফামারী পুলিশ সুপারের কাছে গেলে তিনি বিষয়টি শুনে এবং সিসি ক্যামরায় দেখে অভিযোগ আকারে আমলে নিয়ে তা সুষ্ঠু তদন্তের জন্য সৈয়দপুর সিনিয়র সহকারি পুলিশ সুপার (সার্কেলকে) দেন। বর্তমানে বিষয়টি নিয়ে তদন্ত চলছে বলে জানা যায়। পুলিশের সাথে বহিরাগত যোগ হয়ে একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার বাসায় গিয়ে মাদক মামলায় জড়ানোর হুমকি দিয়ে অর্থ আদায়ের বিষয়টি শহরে তোলপাড় সৃষ্ঠি করেছে। এ ব্যাপারে অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে গোলাহাট পুলিশ ফাঁড়ি ইনচার্জ রেজওয়ান এর সাথে কথা হলে তিনি জানান,যেহেতু অভিযোগ করা হয়েছে তার তদন্ত হোক আমিও চাই। অর্থ নেয়ার বিষয়টি তিনি এড়িয়ে যান। এদিকে অভিযোগকারী বলছেন তাকে প্রতিনিয়ত হুমকি দেয়া হচেছ।