নিয়ন্ত্রনে এসেছে রাজধানীর মিরপুর এলাকার রূপনগর বস্তির আগুন। প্রায় ৩ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের প্রায় ২৫টি ইউনিট। বুধবার সকাল ৯টার দিকে আগুনের সূত্রপাত ঘটে। তাৎক্ষণকিভাবে আগুনে হতাহত কিংবা ক্ষয়ক্ষতিরপরমিাণ এখনো জানা যায়নি। তবে ফায়ার সার্ভিস র্কতৃপক্ষ জানায়, আগুনে বস্তরি শতাধকি ঘর পুড়েছে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের র্কমর্কতা রাসেল সিকদার জানায়, রূপনগররে রজনীগন্ধা অ্যার্পাটমন্টেরে পছেনে ‘ট’ ব্লক বস্তিতে আগুনের ঘটনা ঘটে। সেখানে বাঁশ ও টিনের একটি ছাপরাঘরে প্রথমে আগুন লাগে। এবং ছাপরা ঘড়ের থেকেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।
এছাড়া প্রত্যক্ষর্দশীরা জানায়, সকালে আগুন লাগার সাথে সাথে তা দ্রুত ছড়িয়ে পরে। ফলে বস্তিবাসীর অনেকেই নিজেদের শেষ সম্বলটুকু রক্ষা করতে পারেনি।
এদিকে আগুনরে মাত্রা বেড়ে গেলে বস্তির পাশে একটি ছয়তলা ভবনেও তা ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস আসতে দেরি করেছে এমন অভিযোগ তুলে তাদরে একটি গাড়ি ভাঙচুর করে উত্তজেতি জনতা।
এসময় এলাকার সাবকে কাউন্সলির হাজী রজ্জব হোসনে জানান, বস্তরি ওই অংশে হাজারের বেশি ঘর আছে। এরমধ্যে অন্তত দুই শতাধকি ঘর পুড়ে গেছে বলে তারা ধারণা করছেন তিনি।
প্রসঙ্গত, রূপনগরে ঝিলপাড় বস্তির পাশে মিরপুর-৭ নম্বর সকেশনরে চলন্তিকা বস্তিতে গতবছর অগাস্টে এবং চলতি বছর জানুয়ারিতে দুই দফা অগ্নকিা-ের ঘটনা ঘটে।