রাজশাহী পুঠিয়ায় কৃষি জমিতে অবৈধ ভাবে পুকুর খনন বন্ধে জন্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। আজ সকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মে.ওলিউজ্জামান। ভ্রম্যমান আদালত সূত্রে জানাগেছে, উপজেলার উজালপুরে অভিযান চালিয়ে কাউকে না পেয়ে পুকুর খননে ব্যবহৃত স্কেভেটর মেশিন অকেজো করে দেয়। পরে উপজেলার সাতবাড়িয়া দিয়ারপাড়া অভিযান চালিয়ে কৃষি জমি খনন করে মাটি ইটভাটায় ব্যবহার করার উদ্দেশ্যে ট্রাক্টেরে পরিবহনের সময় স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের সড়ক নষ্ট করার দায়ে দোয়েল ব্রিকস ফিল্ডকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনে ৪০ হাজার টাকা অর্থ দন্ড আদায় করা হয়। উপজেলার বিভিন্ন এলাকা থেকে অভিযোগ উঠেছে,উপজেলার ইটভাটার মালিক সমিতির সাধারণ সম্পাদক শিলমাড়িয়া, জিউপাড়াসহ কয়েকটি ইউনিয়নের অন্য ভাটা মালিকের নিকট থেকে উপজেলা প্রশাসনের নাম করে মোটা অংকের টাকা নিয়ে রাতের আধারে পুকুরগুলি খনন করাচ্ছে। এলাকায় কোনো ব্যক্তি পুকুর খনন করতে চাইলে, কোনো অনুমতি না নিয়েই ভাটার মালিকরা মাটি নেয়ার নাম করে পুকুর খনন করে ফেলছে। বর্তমানে মৎসচাষের পাশাপাশি ভাটার মালিকের কারণে ফসলী জমি খনন করা বন্ধ হচ্ছে না।