পীরগাছা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শাহ আব্দুল হামিদ আর নেই। তিনি গত সোমবার রাতে ছাওলার আদম গ্রামের নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি.......রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। গতকাল মঙ্গলবার বাদ যোহর শেষে স্থানীয় কুটিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ও নিজ বাড়িতে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। তিনি স্ত্রী ও দুই কন্যা সন্তান রেখে গেছেন। তার জানাযা নামাজে রংপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোসাদ্দেক হোসেন বাবলু, ইউএনও জেসীমন প্রধান, পীরগাছা থানার ওসি (তদন্ত) আজিম উদ্দিন, উপজেলা কমান্ডার ওয়াজেদ আলী সরকার, ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক হাজার মানুষ অংশ নেন। মরহুম শাহ আব্দুল হামিদ ছাওলা ইউপি চেয়ারম্যান শাহ আব্দুল হাকিমের ছোট ভাই। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পীরগাছা প্রেসক্লাবের সভাপতি এম খোরশেদ আলম, সাংবাদিক শাহ কামাল ফারুখ লাবু, তাজরুল ইসলামসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।