বাগেরহাটের ফকিরহাটে টেম্পুর সাথে অটোভ্যানের মূখোমূখি সংঘর্ষে মাসুমা বেগম (৩৫) নামের এক মহিলা নিহত হয়েছেন। এ সময় অটোভ্যানে থাকা ৪জন যাত্রী গুরুত্বর আহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় খুলনা-মংলা মাহাসড়কের শুকদাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটেছে। খবর পেয়ে কাটখালী হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও মৃতদেহ উদ্ধার করেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বেতাগা ইউনিয়নের চাকুলী আশ্রয়ণ প্রকল্পে বসবাসরত মজিদ হাওলাদার এর স্ত্রী মাসুমা বেগম সহ ৫জন মিলে একটি অটোভ্যানে করে কাটাখালী যাওয়ার পথে এ ঘটনা ঘটে।