বাগেরহাটের ফকিরহাট উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যাগে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষ মঙ্গলবার সকাল ১০টায় এক র্যাযলি ও আলাচনা সভা অনুষ্ঠিত হয়। র্যা লিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মিলনায়তনে ফকিরহাট সহকারি কমিশনার (ভূমি) রহিমা সুলতানা বুশরার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তরের উপ-সহকারি প্রকৌশলী শেখ বারহান উদ্দিনের পরিচালনায় এ সময় অন্যান্যের মধ্য উপ¯িত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোাঃ আমজাদ হাসান সরদার, কষি সম্প্রসারণ কর্মকর্তা তন্ময় দত্ত, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ফাহমিদা পারভীন বানু, আনসার ও ভিডিপি কর্মকর্তা আয়শা বেগমসহ উপজেলার বিভিন্ন কর্মকর্তাগন।