নভেল করোনা ভাইরাস প্রতিরোধে বাগেরহাটে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। বাগেরহাট জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেব প্রসাদ পাল, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ কবির উদ্দিন, মোরেলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. শাহ-ই-আলম বাচ্চু, মোল্লাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মাফফারা তাসনীন, ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহনাজ পারভীনসহ আরও অনেকে। প্রস্তুতিমূলক সভায় জেলার সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। সবাইকে সচেতন থাকতে হবে। কারও শরীরে যদি জ¦র, সর্দি, কাশি থাকে তাহলে হটলাইনে ফোন দেওয়ার অনুরোধ করেন বক্তারা।
সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির বলেন, জেলার স্বাস্থ্য ব্যবস্থা খুবই সন্তোষ জনক অবস্থায় আছে। রোগীদের জন্য আমাদের পর্যাপ্ত মাস্কের ব্যবস্থা রয়েছে। শুধু ব্যবসায়ীদের কাছে যেয়ে তাদেরকে অসৎ উপায়ে অর্থ আয়ে সহযোগিতা করার প্রয়োজন নেই। করোনা ভাইরাস সনাক্তের জন্য কেন্দ্রীয় ভাবে হট লাইনের পাশাপাশি বাগেরহাটেও হট লাইন খোলা হয়েছে। যে কেউ হটলাইনের নাম্বারে ফোন করলে আমাদের টিম যেয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন।
জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ বলেন, আমি প্রথম কথাই বলব করোনা ভাইরাসে বয়ের কিছু নেই। বাগেরহাট স্বাস্থ্য বিভাগ, শিক্ষা বিভাগ, ইসলামীক ফাউন্ডেশনসহ সকল সংস্থা সচেতনতা মূলক কার্যক্রম করবেন। তবে আলোচনার মধ্যে আতঙ্ক ছড়াতে পােের এমন কোন কথা বলা যাবে না। কারণ করনো ভাইরাস নিয়ে আতঙ্কের কিছু নেই।
তিনি আরও বলেন, আমরা করোনা ভাইরাস প্রতিরোধে সকল স্তরের জনসমাগম নিরুৎসাহিত করেছি। জেলা ও উপজেলা পর্যায়ে দুটি করে রেসপন্স টিম গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। এই টিম করোনা প্রতিরোধ ও সনাক্তে সার্বক্ষনিক দায়িত্ব পালন করবে। মাস্ক ও হেক্সিসোলের কোন প্রয়োজন নেই। সাধারণ সাবান ও লবন পানি দিয়ে হাত ধুলেই যথেষ্ট বলে উল্লেখ করেন এই কর্মকর্তা।
বাগেরহাটের হট লাইন নম্বর-০১৭৪২-৮২৭৭১২, ০১৭৯৯-৮০৪৬৬৪।