ব্রাহ্মণবাড়িয়া পানি উন্নয়ন বিভাগের অধীনে ১২ কোটি ৭৪ লক্ষ উনানব্বই হাজার টাকা ব্যয়ে নবীনগর উপজেলার যমুনা খাল ২৩ কিঃমিঃ পুনঃ খনন কাজে অনিয়নের অভিযোগ উঠেছে। খাল খননের পরিবর্তে কাটা হচ্ছে সরকারী রাস্তা ও ফসলী কৃষি জমি। এ নিয়ে স্থানীয় জনপ্রতিনিধি সহ এলাকাবাসীর মাঝে চরম উওেজনা বিরাজ করছে। খনন কাজের অনিয়মের বিষয়ে লিখিত অভিযোগ দিয়েছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান।
জানাযায়, ২০১৮-২০১৯ অর্থ বছরে ব্রাহ্মণবাড়িয়া পানি উন্নয়ন বিভাগের অধীনে ১২ কোটি ৭৪ লক্ষ উনানব্বই হাজারটাকার চুক্তিমূল্যে নবীনগর উপজেলার সাহেবনগর, গোপালপুর, শ্রীরামপুর, কালঘড়া,কালিপুরা, রসুল্লাবাদ,শিকানিকা,পদ্মনগর,জগন্নাথপুর,রতনপুর,ভিটিবিশারা হয়ে তিতাস নদী পর্যন্ত যমুনা খাল ২৩ কিঃমিঃ পুনঃ খনন কাজ চলমান রয়েছে। গত ২০ জুন ২০১৯ সালে এ প্রকল্পের কাজ শুরু করেন এশিয়ান ড্রেজার নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। কাজ শেষ হওয়ার কথা রয়েছে ২০২০ সালের ২০ জুন।
গতকাল মঙ্গলবার দুপুরে সরজমিনে গিয়ে এলাকাবাসীর সাথে কথা বলার পর বেড়িয়ে আসে একের পর এক অভিযোগ। খালের পাড়ের বাসিন্দা মোঃ ইনসান বলেন, নতুন শ্রীরামপুর থেকে কালিপুরা পর্যন্ত এই রাস্তাটি গত কয়েক বছর আগে ৩৫ লক্ষ টাকা খরচ করে তৈরি করেন আমাদের চেয়ারম্যান সাহেব। এই রাস্তা দিয়ে প্রতিদিন শতশত মানুষ যাতায়ত করতো। খাল খননের নামে রাস্তা কেটে ফেলার কারনে মানুষের যাতায়ত বন্ধ হয়ে গেছে। শ্রীরামপুর গ্রামের মনির বলেন, তাদের টাকা না দিলে কৃষি জমি কেটে ফেলে। অনেকে টাকা দিয়ে জমি রক্ষা করেছে। আল আমিন বলেন, আমার বাড়ির গাছপালা কেটে ফেলার হুমকি দিচ্ছে, টাকা দিলে রক্ষা হবে এমন কথা বলছে ড্রেজারের লোকজন। এলাকাবাসী আরো অভিযোগ করে বলেন, যে ভাবে খাল কাটা হচ্ছে তাতে করে সামন্য বৃষ্টি হলে সকল মাটি খালে গিয়ে ভড়াট হয়ে খেলার মাঠ হয়ে যাবে।
রসুল্লাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আকবর বলেন, ঠিকাদার তার ইচ্ছে মতো নামে মাত্র কাজ করছে। খাল খনন না করে সরকারী রাস্তা ও খালের পাড়গুলো কেটে খালের ভিতর ফেলছে। এ সব অনিয়নের বিষয়ে প্রতিকার চেয়ে আমি নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দিয়েছি। শ্যামগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমির হোসেন বাবুল বলেন, লোক দেখানো খাল কাটা হচ্ছে। যে ভাবে খনন হচ্ছে তাতে করে আরও ভরাট হয়ে যাবে এই যমুনা খাল,ফলে সেচ নিয়ে চরম বিপাকে পরবে এলাকাবাসী।
নবীনগর উপজেলা নির্বাহী প্রকৌশলী মোঃ নুরুল ইসলাম বলেন, গত কয়েক সপ্তাহ আগে কালঘড়া সড়কের পিচ কাপের্টিং এর কাজ শেষ হয়েছে। এই সড়কের সাইডের মাটি কেটে ফেলার কারনে সড়কটি হুমকির মধ্যে পড়েছে।
ঠিকাদারী প্রতিষ্ঠানের ম্যানেজার মোঃ বাবু খনন কাজের অনিয়মের কথা অস্বীকার করে বলেন, শিডিউলের নিয়ম মোতাবেক আমরা কাজ চালিয়ে যাচ্ছি। ইউএন স্যারের নির্দেশে আজ কাজ বন্ধ রেখেছি।
গতকাল খনন কাজ দেখতে গিয়ে ব্রাহ্মণবাড়িয়া পানি উন্নয়ন বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী এস.ম নুরুন নবী বলেন, যে ভাবে রাস্তার পাশের মাটি কাটা হয়েছে তাতে করে রাস্তাটি টিকিয়ে রাখা কঠিন হবে। রাস্তার পাশের জায়গাটি আগের মতো করে ভরাট করে দিতে হবে এবং শিডিউল মোতাবেক খনন কাজ করতে হবে। নতুবা ঠিকাদেরর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এই ঠিকাদার প্রথম ধাপে ৮০ লক্ষ টাকার একটি বিল তুলেছেন।
এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়ার কথা জানিয়ে নবীনগর উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ মাসুম বলেন, অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য অভিযোগটি সহকারী কমিশনারের নিকট পাঠানো হয়েছে। সহকারী কমিশনার(ভূমি) ইকবাল হোসেন বলেন, অভিযোগটি পেয়েছি আগামীকাল সরজমিনে দেখতে যাবো।