কালীগঞ্জের ছেলে অতনু মুখার্জী আকাশ বাংলাদেশ ছাত্রলীগ চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কমিটির সাংগাঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। দীর্ঘদিন পর গত ২৮ ফেব্রুয়ারী কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত প্যাডে এক বিজ্ঞপ্তিতে এ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছেন। উক্ত কমিটিতে অতনুকে ১ নং সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কৃতি সন্তান অতনু মুখার্জীর জন্ম শহরের কলেজপাড়ায় এক স¤্রান্ত হিন্দু পরিবারে। পারিবারিক ভাবেই সে আ’লীগের রাজনীতির সাথে জড়িত। শিক্ষা জীবনে অতনু নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় থেকে এস এস সি এবং ঢাকার মাইলস্টোন কলেজ থেকে কৃতিত্বের সাথে এইচ এস সি পাশ করেন। এরপর ২০১৪ সালে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রকৌশল বিভাগে ভর্তি হন। বিশ্ববিদ্যালয়ে ভর্তির শুরু থেকেই ছাত্র রাজনীতির সাথে যুক্ত হন। বিশ্ববিদ্যালয় ও কেন্দ্রীয় ছাত্রলীগের বিভিন্ন সভা সমাবেশ, কর্মসূচি সহ বি এন পি - জামাতের অতৎপরতার বিরুদ্ধে সবসময়ই সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন।
সাংগঠনিক সম্পাদক অতনু বলেন, বঙ্গবন্ধুর হাতে গড়া ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের একজন ক্ষুদ্র কর্মী হতে পেরে সে গর্বিত। বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করেই দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই। সদ্য অনুমোদনপ্রাপ্ত ঘোষিত ছাত্রলীগের চুয়েট শাখার সভাপতি সৈয়দ ইমাম বাকের সহ নবগঠিত কমিটিকে কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগ সহ আ’লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা অভিনন্দন জ্ঞাপন সহ কেন্দ্রিয় ছাত্রলীগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।