আয় আয় সোনা মনি টিকা নিয়ে যা” প্রতিপাদ্য নিয়ে দেশব্যাপী কর্মসুচির অংশ হিসেবে রংপুরেও আগামী ১৮ মার্চ হাম-রুবেলা টিকাদান ক্যা¤েপইন শুরু হবে। রংপুরের সিভিল সার্জন ডাক্তার হিরম্ব কুমার রায় বিকেলে সিভিল সার্জন হলরুমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এতথ্য জানান।এসময় জানানো হয় রংপুর জেলার ৮ উপজেলায় ৯ মাস থেকে ১০ বছর বয়সের ৬ লাখ ৯৭ হাজার ১৮৪ শিশুকে হাম-রুবেলা টিকা দেয়া হবে। জেলার ৩ হাজার ৩৫৫টি বিদ্যালয়ের ৩ লাখ ৬ হাজার ৬১০ জন শিশু এই টিকা পাবে।বাকি ৩ লাক ৯০ হাজার শিশুকে হাম-রুবেলা টিকা দেয়া হবে কমিউনিটির টিকাদান কেন্দ্রে। সিভিল সার্জন জানান, হাম রুবেলা ক্যাম্পেইন ১৮ মার্চ থেকে ১২ এপ্রিল পর্যন্ত চলবে। ১৮ মার্চ থেকে ২৪ মার্চ পর্যন্ত চলবে এলাকাভিত্তিক এবং ২৫ মার্চ থেকে ১২ এপ্রিল ২০২০ পর্যন্ত নিয়মিত টিকাদান কেন্দ্রে চলবে হাম রুবেলা ক্যাম্পেইন। এ সময় উপস্থিত ছিলেন ডেপুটি জেলা সিভিল সার্জন ডাঃ কানিজ সাবিহা, এসআইএমও ডাঃ মাহবুবুল ইসলাম।