”দুর্যোগ ঝুঁকিহ্রাসে পুর্ব প্রস্তুতি,টেকসই উন্নয়নে আনবে গতি” প্রতিপাদ্য নিয়ে মঙ্গলবার রংপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে রংপুর জেলা প্রশাসন ও ফায়ার সার্ভিস ডিফেন্স এর সহযোগিতায় এ উপলক্ষেআয়োজিত কর্মসুচিতে ছিল র্যালী ও দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি মহড়া অনুষ্ঠিত। জেলা প্রশাসক কার্যালয় থেকে র্যালী বের হয়।র্যালীতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক মোঃ আসিব আহসান। র্যালী শেষে জিলা স্কুল মাঠে দুর্যোগ মোকাবেলায় মহড়া অনুষ্ঠিত হয়।
রংপুর জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় আয়োজিত মহড়া অনুষ্ঠাে বক্তব্য রাখেন- স্থানীয় সরকার বিভাগের উপরিচালক সৈয়দ ফরহাদ হোসেন। রংপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন। রেডক্রিসেন্ট রংপুর জেলা ইউনিট সম্পাদক রওশন উল আলম সংগ্রাম, জেলা এান ও পুর্নবাসন কর্মকর্তা আবু তাহের মোঃ আখতারুজ্জামান।রংপুর ফায়ার সার্ভিস এ- সিভিল ডিফেন্সের সদস্য, রেটক্রিসেন্ট সদস্যদের অংশগ্রহনে ভূমিকম্প ও অগ্নিকা-ে করণীয় মহড়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্কাউটসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।