পিরোজপুরের নাজিরপুরের দেউলবাড়ি ও কলারদোয়ানিয়া এ ২ ইউনিয়ন ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছে। উপজেলার দেউলবাড়ি ইউনিয়নে মো. সেলিম গাজীকে সভাপতি ও সবুজ কির্তনিয়াকে সাধারন সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট এবং কলারদোয়ানিয়া ইউনিয়নে মো. রাকিবকে সভাপতি ও আদনান শেখকে সাধারন সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। নতুন গঠিত দেউলবাড়ি ইউনিয়ন কমিটির উদ্যোগে গতকাল মঙ্গলবার বিকালে উপজেলার দেউলবাড়ি বাজারে ও কলারদোয়ানিয়া ইউনিয়ন কমিটির উদ্যোগে গত সোমবার বিকালে একটি আনন্দ ও শুভেচ্ছা মিছিলের আয়োজন করা হয়। এতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও শেখ হাসিনাকে অভিনন্দন জানানো হয়। উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. তরিকুল ইসলাম চৌধুরী তাপস বলেন, আসন্ন বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীর অনুষ্ঠানকে বেগবান করতে ওই ২ ইউনিয়নে ছাত্রলীগের নতুন কমিটি দেয়া হয়েছে।