বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত করতে রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা পুরো সিটি পরিষদকে নিয়ে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন। মঙ্গলবার সকাল ৯ টায় তিনি সিটি পরিষদকে নিয়ে সড়কপথে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা দেন।
মেয়রের একান্ত সহকারি সচিব জাহিদ হোসেন লুসিড জানান, সকাল ৯ টায় নগর ভবন থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি। বুধবার বঙ্গবন্ধুর মাজার জিয়ারত ও সুরা ফাতেহা পাঠ মোনাজাতে অংশ নিবেন। সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফার নেতৃত্বে এই বহরে আছেন প্যানেল মেয়র সামসুল ইসলাম, মাহমুদুর রহমান টিটু, ফরিদা কালামসহ সকল কাউন্সিলর ছাড়াও তত্বাবধায়ক প্রকৌশলী এমদাদ হোসেন, নির্বাহী প্রকৌশলী আজম আলী। মুজিব বর্ষ উপলক্ষে বঙ্গবন্ধুর মাজার জিয়ারতের এই কর্মসূচি শেষে বৃহস্পতিবার রংপুর আসার কথা রয়েছে।