“দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি হ্্রাস করবে জীবন ও সম্পদের ঝুঁকি” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের দুর্যোগ ব্যবস্থাপনা শাখার আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে শ্রীবরদী সরকারি এমএনবিপি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ চত্বরে ইউএনও নিলুফা আক্তরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রকিবুল হাসানের সঞ্চালনায় আলেচনা সভায় বক্তব্য রাখেন শ্রীবরদী সরকারি এমএনবিপি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার জিয়াউল হক, মৎস্য অফিসার কৃষিবিদ সাইদুর রহমান প্রমুখ।