জয়পুহাটের ক্ষেতলাল উপজেলার তুলশীগঙ্গা ইউনিয়নের শেয়ালাপাড়া ও বিলের ঘাট জামে মসজিদের প্রায় ৬০ বিঘা ফসলি জমি থাকা সর্তে¡ও মসজিদের ভগ্নদশা। মোতয়াল্লী বিরুদ্ধে জমি ও অর্থ আত্মহসাতের অভিযোগ।
অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ১৯০১ সালে স্থানীয় জনগণের সহযোগীতায় নির্মান করা হয় দাশড়া শেয়াপাড়া জামে মসজিদ ও মসজিদ সংলগ্ন হারুনিয়া হাফেজিয়া ইসলামী মাদ্রাসা। তৎকালিন সময়ে ওই মসজিদ ও মাদ্রাসার নামে ১৫.১৫ একর জমি দান করেন এলাকাবাসী। ওয়াকফ দাতার ওয়ারিশ সূত্রে আব্দুল মজিদ ওই মসজিদ ও মাদ্রাসার মোতয়াল্লী নিযুক্ত হয়। পরর্বতীতে আব্দুল মজিদ সরদার মৃত্যুর পর তার ছেলে প্রভাবশালী ওয়ারেছুল মজিদ মোতয়াল্লী নিযুক্ত হয়ে মাদ্রাসা ও মসজিদের উন্নয়নের নামে সমস্ত জমি হাতিয়ে নিয়ে নিজের দখলে রাখে। ১৯৭০ সাল হতে অদ্যবধি পর্যন্ত দখলকৃত জমির আয় আতœসাৎ করছেন। একশত বছর আগে নির্মিত মসজিদ সংস্কারের অভাবে ছাদসহ দেয়ালের বিভিন্ন স্থানে ফাটল দেখা দেয়ায় জীবনের ঝুকি নিয়ে এবাদত করছেন মুছল্লীরা।
অপরদিকে ১৯৩৮ সালে মাটি দিয়ে নির্মান করা হয় বিলের ঘাট ওয়াক্তিয়া জামে মসজিদ। রক্ষানাবেক্ষনের জন্য ১৮ বিঘা জমি দান করেন স্থানীয়রা। প্রায় ৭০ বছর পার হলেও কোন সংস্কার হয়নি পরিত্যাক্ত অবস্থায় পরে আছে এপূর্ণ স্থানটি। জরাজির্ণ অবস্থা জীবনের ঝুকি নিয়ে নামাজ আদায় করেন মুছল্লীরা। ইতি মধ্যে প্রভাবশালী ওয়ারেছুল মজিদ ওই মসজিদ উন্নয়নের দোহায় দিয়ে মসজিদের আঙ্গিনা থেকে ২টি আম, ২টি তাল ও ১টি নিমগাছ কেটেছে যার আনুমানিক মুল্য ৫০ হাজার টাকা। মুছল্লীদের অভিযোগ গাছ বিক্রির কোন টাকা মসজিদ উন্নয়নে ব্যয় করেনি। নিদিষ্ট একজন মোয়াজ্জিম বা ঈমাম পর্যন্ত নিযুক্ত রাখা হয়নি। প্রভাবশালী ওয়ারেছুল মজিদ দুই মসজিদের প্রায় ৬০ বিঘা জমি অবৈধভাবে জবরদখলে রেখেছে যার বাৎসরিক আয় প্রায় ৯ লক্ষ টাকা। স্থানীয় মুছল্লীরা প্রতিবাদ জানালে তাদের বিভিন্ন মামলার ভয়ভীতি দেখায়। স্থানীয় কিছু ব্যক্তি নিজ উযোগে মসজিদের নতুন কমিটি গঠন করে সেই কমিটির বিরুদ্ধে ২টি মামলা দায়ের করেন তা আদালতে চলমান।
সোতার আদর্শ গ্রামের ফিরাজ উদ্দীন, প্রভাবশালী ওয়ারেছুল মজিদ এর হাত থেকে মসজিদ দুটির জমি উদ্ধারের জন্য জেলা ওয়াকফ বোর্ড ও দুদকের সহযোগীতা চেয়ে আবেদন কছেন। সেই আবেদনের প্রেক্ষিতে গত ৪ মার্চ সরজমিনে তদন্তে আসেন ওয়াকফ বোর্ডে কর্তা।
মোতয়াল্লী ওয়ারেছুল মজিদ বলেন, আমার পূর্ব পুরুষ মসজিদে জমি ওয়াকফ দিয়েছে আমরা মোতয়াল্লী হয়ে ভোগদখল করব। মসজিদ উন্নয়নের জন্য ওয়াকফ দলিলে যে শর্ত দেওয়া আছে তার বিন্দুমাত্র গড়িমশি করি না।
তুলশীগঙ্গা ইউনিয়নের সাবেক মেম্বার নাসির উদ্দীন বলেন, ধর্মীয় স্বার্থে প্রভাবশালী ওয়ারেছুল মজিদ এর হাত থেকে জমি উদ্ধার করে মসজিদ দুটির উন্নয়ন কাজে ব্যবহার নিশ্চিত করা উচিত।
এ বিষয়ে তুলশীগঙ্গা ইউপি চেয়ারম্যান হাইকুল ইসলাম লেবু মোল্লা বলেন, মসজিদ দুটি ও মাদ্রাসার বেহালদশা। মসজিদের জমি থাকা সর্ত্বেও একায় একজন ভোগদখল করে যাচ্ছে বলে আমার নিকট অভিযোগ আছে।