“দুর্যোগ ঝুকি হ্রাসে পূর্ব প্রস্তুতি, টেকসই উন্নয়নে আনবে গতি’’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে রাজশাহীর বাঘায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১১টায় বর্ণাঢ্য রালী, আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহাড়া অনুষ্ঠানের মধ্য দিয়ে বাঘা উচ্চ বিদ্যালয় মাঠে এ দিবসটি পালন করা হয়েছে।
একটি বর্ণাঢ্য র্যালী শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজার সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ’লীগের যুগ্ন সাধারণ সম্পাদক এ্যাড: লায়েব উদ্দীন লাভলু। বক্তব্য রাখেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শরিফ মোহাম্মদ রুবেল, উপজেলা ভাইস চেয়ারম্যান মোকাদ্দেস আলী, নারী ভাইস চেয়ারম্যান রিজিয়া আজিজ, প্রাথমিক শিক্ষা অফিসার এবিএম সানোয়ার হোসেন, বাঘা ফায়ার সার্ভিসের টিম লিডার মোশারফ হোসেন, বাঘা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী, রহমতুল্লা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল ইসলাম, বাঘা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নুরুজ্জামান প্রমুখ।