নোয়াখালীর সেনবাগে জাতীয় দুযোর্গ প্রস্তুতি দিবসে সংবাদ সম্মেলন করেছে সেনবাগ উপজেলা প্রশাসন। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম মজুমদারের সভাপতিত্বে ও পিআইও প্রকৌশলী মোঃ মামুনের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন-সেনবাগ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ গোলাম কবির, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) অখিল শিকারী, সেনবাগ পল্লী বিদ্যুতের ভারপ্রাপ্ত ডেপুটি জেনারেল ম্যানাজার মোঃ আল আমিন, বিআরডিবি কর্মকর্তা মুন্সি মহিদুজ্জামান, সমাজসেবা কর্মকর্তা নাছরুল্লাহ আল মাহমুদ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।
এরআগে দূযোর্গ প্রস্তুতি উপলক্ষে শিশুদের চিত্রাংকণ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। শেষে অতিথিরা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
সাংবাদিক সম্মেলনে নির্বাহী অফিসার জানান- ২০১০সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত ১০ বছরে অতিদরিদ্রদের জন্য-সেনবাগে ইজিপিপি’র আওতায় ৭৬ লাখ ৭৯ হাজার ১৮৬ টাকা খরছ করা হয়েছে। যার মধ্যে ৭ কোটি ৯৪ লাখ ১২ হাজার ৫টাকা ব্যায়ে ৫৫টি ব্রিজ ও কালভাট নির্মান করা হয়েছে, কাবিখা ও টাবিটা মাধ্যমে ৭কোটি, ২৭ লাখ ৮৬ হাজার ৪৮২ টাকা এবং ৪৩ লাখ, ৭১ হাজার ৫১ মেট্রিক টন খাদ্যশস্য বিতরণ করা হয়েছে। এবং গ্রামীন অবকাঠামো রক্ষনাবেক্ষনের জন্য টিআর এর মাধ্যমে ৮ কোটি ৭৪ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা ব্যায় করা হয়েছে।
এছাড়াও আশ্রায়হীনদের ১৬২টি এবং গৃহহীন ৪০ জনকে বসতঘর নির্মান করে দেওয়া হয়েছে ।