“দুর্যোগ ঝুকি হ্রাসে পূর্ব প্রস্তুতি টেকসই উন্নয়নে আনবে গতি”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের কালাইয়ে নানা আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। এই উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় সহযোগীতায় মঙ্গলবার সকালে বর্ণাঢ্য র্যালি, চিত্রাংকন ও মহড়া প্রদর্শন অনুষ্ঠিত হয়।
প্রথমে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়ে কালাই-বগুড়া মহাসড়কে প্রদক্ষিণ করে র্যালিটি উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। উক্ত র্যালিতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দীন মোল্লা, কালাই উপজেলা নির্বাহী অফিসার মো. মোবারক হোসেন পারভেজ,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাবানা আক্তার, কালাই থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউদ্দিন, কালাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ভারপ্রাপ্ত স্টেশন অফিসার শাহজাহান মোল্লা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার মোসাঃ লায়লা নাসরীন জাহানর, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোসাঃ রেবেকা সিদ্দকা, উপজেলা সমাজসেবে কর্মকর্তা মো. মিজানুর রহমান পলাশ, কালাই ডিগ্রি কলেজের অধ্যক্ষ ধজেন্দ্র নাথ দাস, কালাই টেকনিক্যাল স্কুল এন্ড মহিলা কলেজের অধ্যক্ষ এম এ করিম,উপজেলা প্রসাশনিক সাইফুল ইসলাম, মুক্তিযোদ্ধা রেজাউল করিম, সাবেক পৌর কাউন্সিলর সাজ্জাদুর রহমান কাজল ও জেলা আওয়ামীলীগের নেতা ফজলুর রহমান প্রমুখ।