মুন্সীগঞ্জের সিাজদিখানে গতকাল মঙ্গলবার কিশোরীদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বার্ষিক কর্মসূচী ২০১৯-২০ এর আওতায় নারী নির্যাতন প্রতিরোধে কর্মশালা’র আয়োজন করে সিরাজদিখান উপজেলা প্রশাসন। সরকারি ইছাপুরা মডেল উচ্চ বিদ্যালয়ের অডিটরিয়ামে এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশফিকুন নাহার। কর্মশালার প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেফ-ডিফেন্স এন্ড স্পোর্টস কারাটে একাডেমি’র পরিচালক আশরাফুল ইসলাম।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নাসির উদ্দিনের সভাপতিত্বে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মতিন হাওলাদার, উপজেলা প্রকৌশলী শোয়াইব বিন আজাদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ডলি রানী নাগ, ইছাপুরা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মো. সুমন মিয়া, সমাজসেবক দেলোয়ার হোসেন প্রমুখ।