নয়াপল্টনে করোনাভাইরাস নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে মঙ্গলবার (১০ মার্চ) সকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘করোনা নিয়ে সরকারের উদাসীনতা জনগণ ক্ষমা করবে না।’
করোনাভাইরাস প্রতিরোধের ব্যাপারে সরকার যথাযথ প্রস্তুতি, উদ্যোগ, প্রতিরোধ ব্যবস্থা নেয়নি বলেও অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব।
এ সময় পূর্বঘোষিত বিএনপির সব কর্মসূচিও স্থগিত করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, ‘সরকার ব্যস্ত ছিল মুজিববর্ষ নিয়ে। জনগণ ১৯৭৪ সালের মতো আরেক দফা গণ মৃত্যুর শিকার হতে চায় না।’ এ সময় অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান কমপক্ষে দুই সপ্তাহ বন্ধ রাখা উচিত বলেও মন্তব্য করেন তিনি।