পদ্মা সেতুর জাজিরা প্রান্তের সকাল ৯টা ৫ মিনিটে ২৮ ও ২৯ নম্বর পিলারের ওপর বসানো হলো ২৬তম স্প্যান। মঙ্গলবার স্প্যানটি খুঁটিতে বসানোর কাজ শেষ হয়। এর মধ্য দিয়ে সেতুর তিন হাজার ৯০০ মিটার দৃশ্যমান হলো। পদ্মা সেতু প্রকল্পের উপ-সহকারী প্রকৌশলী মো. আবদুল কাদের মুরাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত শুক্রবার (২১ ফেব্রুয়ারি) পদ্মা সেতুতে বসানো হয় ২৫তম স্প্যান। ১৯ দিনের মাথায় বসল ২৬তম স্প্যান। ১৪ জানুয়ারি পদ্মা সেতুর জাজিরা প্রান্তে ৩২ ও ৩৩ নম্বর পিলারের ওপর বসানো হয় ২১তম স্প্যান, ২৩ জানুয়ারি মাওয়া প্রান্তের ৫ ও ৬ নম্বর পিলারের ওপর বসানো হয় ২২তম স্প্যান। চলতি মাসের ২ ফেব্রুয়ারি বসেছে ২৩তম, ১১ ফেব্রুয়ারি ২৪তম এবং ২১ ফেব্রুয়ারি বসানো হয় ২৫তম স্প্যান।
পদ্মা সেতু প্রকল্প সূত্র জানায়, চলতি বছর পদ্মা সেতুতে সবগুলো স্প্যান বসানো শেষ হয়ে যাবে। আগামী বছরের জুলাই মাস নাগাদ সেতুর ওপর দিয়ে যান চলাচল করবে। একইসঙ্গে বেশিরভাগ পিলার প্রস্তুত হওয়ার ফলে চলতি বছর প্রতি মাসে তিনটি করে স্প্যান বসানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে জানুয়ারি মাসে বসেছে দুটি স্প্যান এবং ফেব্রুয়ারি মাসে বসছে তিনটি স্প্যান।
পুরো সেতুতে মোট পিলারের সংখ্যা ৪২টি। ৪২টি পিলারের ওপর বসবে ৪১টি স্প্যান। প্রতিটি পিলারে রাখা হয়েছে ছয়টি পাইল। একটি থেকে আরেকটি পিলারের দূরত্ব ১৫০ মিটার। এই দূরত্বের লম্বা ইস্পাতের কাঠামো বা স্প্যান জোড়া দিয়েই পদ্মা সেতু নির্মিত হচ্ছে। স্প্যানগুলো চীন থেকে তৈরি করে বাংলাদেশে আনা হয়।