নোভেল করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে করণীয় বিষয়ক ও গুজব রোধে সচেতনতা বৃদ্ধিতে শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে শেরপুরের নকলায় সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ মার্চ) সকালে উপজেলার বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদ্রাসার আয়োজনে মাদ্রাসা মাঠে প্রত্যাহিক সমাবেশ শেষে এ সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়।
মাদ্রাসার সহসুপার মাওলানা মো. আখতারুজ্জামান এর সভাপতিত্বে এ সচেতনতা মূলক সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- সহাকারী শিক্ষক মো. মোশারফ হোসাইন, মাহবুব হোসাইন রূপম, সহকরী মৌলভী মো. রেজাউল করিম ও মৌলভী মো. ফজলুল করিম প্রমুখ।
বক্তারা স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর মিডিয়া এ- পাবলিক রিলেশন্স বিভাগসহ বিভিন্ন স্বাস্থ্য সংস্থা ও সংগঠনের পক্ষ থেকে প্রচারিত সচেতনতা মূলক লিফলেট, পোস্টারের লেখা এবং এ ভাইরাসে আক্রান্ত রোগের লক্ষণ, প্রতিরোধে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। তাছাড়া এ বিষয়ে আতঙ্কিত না হয়ে সকলকে সচেতন থাকতে পরামর্শ দেন তারা। এ সময় অন্যান্যের মধ্যে সহকারী শিক্ষক মোসাম্মৎ রোকেয়া আক্তার, নুসরাত জাহান নীপা, শওকত আলী, ফুলেছা বেগম, ক্বারী কাজিমদ্দিন, ইবি শিক্ষক মোস্তাফিজুর রহমান খান, জামাল উদ্দিন, উর্মি আক্তার, কব্দুল হোসেন, আবুল মিয়া ও আমিন মিয়াসহ তিন শতাধিক শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।