বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে ভান্ডারিয়ায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে ইঞ্জিনিয়ার খন্দকার মোশারফ হোসেন অডিটরিয়ামে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল আলম। সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো. এইচ এম জহিরুল ইসলাম, থানার কর্মকর্তা ইনচার্জ এস এম মাকসুদুর রহমান, ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর ররিশদ খসরু, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জহিরুল আলম, সাবেক সদর ইউপি চেয়ারম্যান গোলাম সরওয়ার জমাদ্দার, ধাওয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এহসাম হাওলাদার প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় সকল ইউপি চেয়ারম্যান, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, বন্দর ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ, ইমাম সমিতি, ইসলামিক ফাউন্ডশেন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।